মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ রাজার নামাজে জানাযা বৃহস্পতিবার বাদ যোহর জামালপুর নতুন হাইস্কল মাঠে অনুষ্ঠিত হয়। তাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করে সদর উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক ভূমি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম হীরা, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজায়াত আলী ফকির, বীর প্রতিক বার জহুরুল হক মুন্সী। পরে তাকে জামালপুর বীর মুক্তিযোদ্ধা কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ রাজার বয়স হয়েছিল ৭৬ বছর। বুধবার সন্ধ্যায় হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার ল্যাবএইড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ১ পুত্র, ২ কন্যা ও স্ত্রীসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার সুজায়াত আলী ফকির জানান, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চর নান্দিনা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সুলতান উদ্দিন আহমেদ রাজা যুক্তফন্ট সরকারের সাবেক খাদ্যমন্ত্রী মরহুম গিয়াস উদ্দিন আহমেদের দ্বিতীয় পুত্র। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে ভাইস পদে প্রায় ৩০ বছর নেতৃত্ব দিয়েছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন।

































Discussion about this post