মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে আশিক (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বানিকুঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
আশিক পৌরসভার বানিকুঞ্জ এলাকার জাকিরুল ইসলামের ছেলে। সে মৃগী রোগে আক্রান্ত ছিল বলে জানা গেছে।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যায় আশিক। এসময় সে হঠাৎ পানিতে ডুবে যায়।
স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। এসময় কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল বারী তাকে মৃত ঘোষণা করেন।
পৌর কাউন্সিলর শামীম আহম্মেদ দুদু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

































Discussion about this post