মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জে স্পিরিট পানে ২ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ২ জন অসুস্থ হয়েছেন।
মঙ্গলবার রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,ওই এলাকার আমিনুর শেখের ছেলে ইমরান ( ৩৫) ও বালিজুড়ী পশ্চিম পাড়া এলাকার আইন সুনারুর ছেলে কসাই হাফিজুর রহমান ( ৭০)।
অসুস্থরা হলেন,তেঘরিয়া এলাকার আব্দুর রশীদের ছেলে ওবায়দুর (৩২) ও শ্রী ময়না রবিদাসের ছেলে শ্রী রবিন্দ্র রবিদাস (৩২)।
স্থানীয়রা জানান ,নিহতরা রাত ১২টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার বলেন,নিহত ও অসুস্থরা গতকাল তেঘরিয়া বাজারের একটি ফার্মেসী থেকে ওই স্পিরিট কিনে পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে নেওয়ার পথে তাদের মুত্যু হয়। এ ঘটনায় ঘটনাস্থল থেকে বোরাক্স কিউ নামে একটি হোমিও প্যাথিক খালি বোতল উদ্ধার করেছে পুলিশ।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

































Discussion about this post