যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার সহকারী কমিশনের ভূমির বরাদ্দকৃত সরকারি গাড়ি ব্যবহার করছেন তার স্বামী সজীব।
তিনি শার্শা উপজেলার কৃষি ব্যাংকে চাকরি করেন ।
গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, তিনি প্রতিদিন অফিসে যাওয়ার সময় সদর উপজেলা ভূমি অফিসের গাড়ি ব্যবহার করেন।
ভিডিও ফুটেজে যে ব্যক্তি গাড়ি থেকে নামতেছেন তিনি হলেন, সদর উপজেলা সহকারী কমিশনার নুসরাত ইয়াসমিনের স্বামী সজীব।
যশোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমির)গাড়ী নং যশোর( ঠ ১১-০০৪২ ) ।
সরকারি নির্ধারিত বরাদ্দিকৃত গাড়ি থেকে আজ (২১ অক্টোবর) সকল নয়টা ৫০ মিনিটে যশোর শার্শা উপজেলা কার্যালয় এবং কৃষি ব্যাংকের সামনে দাঁড়িয়ে একজন ব্যক্তিকে নামাতে দেখা যায়। আর এই লোকটাকে নামিয়েই দ্রুত আবার যশোর মুখে চলে যায় এ গাড়িটি । মজার বিষয় হল গাড়িতে যিনি ছিলেন কৃষি ব্যাংক থেকে তিনি এসে আমার এই ভিডিও ডিলেট করতে বলেন। এবং বিভিন্ন হুমকি-ধমকি দেন। শুধু তাই নয় পরবর্তীতে ভূমি সহকারি কমিশনার নুসরাত ইয়াসমিন বিভিন্নভাবে আমার এই ভিডিও ডিলিট করার চাপ প্রয়োগ করতে থাকেন।
এক পর্যায়ে এ বিষয়ে যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলামকে মোবাইল ফোনে জানালে, তিনি বলেন সরকারি গাড়ি অন্য কেউ ব্যবহার করবে সেটা ভিডিও করলে ভিন্নভাবে হুমকি দিবে সেটা তো হতেই পারে না। আপনি কোন ভাবে ভয় পাবেন না কারণ আপনার পাশে আমরা আছি। অবৈধ কাজ করবে সেটার তথ্য প্রকাশ করা যাবে না সেটা নয়। আপনাকে সমস্ত সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমার আপনি কোন ভাবে দুর্বল হবেন না।

































Discussion about this post