ঢাকা: প্রায় এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, তার ছেলে কাউসার আহমেদ আপু ও মেহেদী হাসান দীপুর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
আজ (১১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। বিষয়টি দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, চট্টগ্রামের আন্দরকিল্লা শাখা ইসলামী ব্যাংক থেকে জাল কাগজপত্র ও ভুয়া বন্ধক তৈরি করে প্রায় এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে। এই অর্থ নারায়ণগঞ্জের সম্পত্তির সঙ্গে যুক্ত করে সিলভার ফুড ইন্ডাস্ট্রিজের পক্ষে স্থানান্তরের প্রমাণ পাওয়া গেছে।
এছাড়া, রফিকুল ইসলাম ও তার পরিবারের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও তদন্তাধীন। সূত্র মতে, আসামিরা দেশত্যাগের চেষ্টা করতে পারেন—এমন আশঙ্কায় ন্যায়সঙ্গত তদন্ত নিশ্চিত করতে আদালত এ নিষেধাজ্ঞা দেন।

































Discussion about this post