সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
গলায় ফাঁস লাগিয়ে শহিদুল ইসলাম(৩৮) নামের এক যুবক আত্মহত্যা করেছে । আজ ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সে উপজেলার সাওঘাট উত্তর পাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে। ভূলতা ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
পুলিশ ও তার পরিবার জানায়, নিহত শহিদুল ইসলাম ব্যবসায়ী ছিলেন। ব্যবসা বানিজ্যে সুবিধা করতে না পেরে সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে। সংসার চালাতে ব্যর্থ হয়ে একপর্যায়ে সে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়ে। তার আনিহা (৯) নামের একজন কন্যা সন্তান রয়েছে। অভাব অনটন ও ব্যবসায় টাকা লোকসান সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারনা করছে পুলিশ ও এলাকাবাসী। গতকাল সকালে গরু থাকার ঘরে আড়ার সাথে রসি টানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শহিদুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ মর্গে প্রেরন করে।
ভূলতা ফাড়ির ইনচার্জ মাহবুব হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য নারায়নগঞ্জ মর্গে প্রেরণ করা হবে।

































Discussion about this post