সোহেল কবির, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার রূপগঞ্জ থানা পুলিশ।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঞ্চন এলাকা থেকে মাসুদ রানা ওরফে বাবু নামের ওই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
মাসুদ রানা উপজেলার বিরাব দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা।
এজাহারের বরাতে তিনি জানান, উপজেলার কাঞ্চন এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে সবুজ মিয়া একজন থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী। (১৩ সেপ্টেম্বর) মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সবুজ মিয়া তার দোকানে মালামাল বিক্রি করার টাকা গুনছিলেন।
এ সময় ছিনতাইকারী মাসুদ রানা, পাঁচাইখা এলাকার মো. হৃদয় ও চৌধুরীপাড়া এলাকার আবুল খায়েরসহ ছিনতাইকারীরা পিস্তল ও ধারাল অস্ত্র নিয়ে এসে ব্যবসায়ী সবুজকে জিম্মি করে। পরে ক্যাশে থাকা নগদ ৫০ হাজার টাকা লুটে নিয়ে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ব্যবসায়ী সবুজ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করলে পুলিশ বুধবার সকালে কাঞ্চন এলাকায় অভিযান চালিয়ে নগদ টাকা ও ধারার অস্ত্রসহ ছিনতাইকারী মাসুদ রানা ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদেরও গ্রেফতার চেষ্টা চলছে।

































Discussion about this post