রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৮ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া রূপগঞ্জের রাজনীতিতে ছিলেন এক উজ্জ্বল নাম। তৃণমূল রাজনীতি থেকে উঠে এসে তিনি একাধিক মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। সমাজসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান আজও স্থানীয়দের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে।
তাঁর মৃত্যুতে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সহকর্মী ও সাধারণ মানুষের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সবাই মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।
পরিবার সূত্রে আরও জানা গেছে, মরহুম শাহজাহান ভূঁইয়ার জানাজা ও দাফনের সময় ও স্থান পরে জানানো হবে।

































Discussion about this post