সোনারগাঁ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের সিদ্দিক বলেছেন, ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। সুন্দর সমাজ বিনির্মাণে প্রয়োজন নৈতিক শিক্ষা। এটা সর্ব প্রথম পরিবার থেকে শুরু করতে হবে। বর্তমানে শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা থেকে অনেকটাই দূরে সরে গেছে। তাই বইয়ের পাশাপাশি ছেলে মেয়েদের অবশ্যই নৈতিক শিক্ষা দিতে হবে। তাহলে তারা দেশের স্বার্থে ভবিষ্যতে নিরলসভাবে কাজ করবে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা ও দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা সচিব আরো বলেন, সোনারগাঁয়ে প্রাথমিক স্তরের শিক্ষার মানোন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে।
সোনারগাঁ সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষা বিষয়ক কমিটির আহবায়ক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক ডক্টর শায়লা নাসরিনের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক একে লুৎফুল কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব (অবঃ) শেখ মো. বিল্লাল হোসাইন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম ও সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক শামসুল আলম পনির।
এসময় বক্তব্য রাখেন- সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, ডেমরা কলেজের অধ্যক্ষ ড. নুরে আলম, আড়াইহাজার সরকারী সফর আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. গিয়াসউদ্দিন, আদমজী নগর সরকারি কলেজের অধ্যক্ষ সোলায়মান খন্দকার, অধ্যাপক আশরাফুজ্জামান অপু, সোনারগাঁ সংঘের সহ প্রচার সম্পাদক দেওয়ান শামসুর রহমান প্রমুখ।

































Discussion about this post