মাও:রেজাউল করীমঃ
মহান আল্লাহ তায়ালা বলেন,” তোমরা সত্য
কে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে-শুনে সত্য গোপন করোনা।”(বাকারা ৪২)
সততা মৌলিক গুণাবলি এবং সৎ চরিত্রাবলির মধ্যে অন্যতম একটি গুণ।মুসলমানদের হওয়া চাই সত্যবাদী ও বিশ্বস্ত।সে মিথ্যা বলবে না,প্রতারণা করবে না,ধোকা দিবেনা,বিশ্বাস ঘাতকতা করবে না।
মহান আল্লাহ তায়ালা বলেন,”তোমরা হক্বকে বাতিলের সাথে, সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করোনা,আল্লাহর বান্দাদের কল্যাণকামী হও,ইয়াহুদীবাদ ও খ্রিস্টবাদের নামে আবিষ্কৃত অনাচারগুলো ইসলামী শিক্ষার সাথে মিশ্রিত করো না”।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ব্যাপারে বলেন,” যে ভবিষ্যৎবাণীসমূহ তোমাদের ধর্মীয় কিতাবে বর্ণিত রয়েছে, সেগুলো সাধারণ মানুষ থেকে গোপন করো না।(তাফসীরে ইবনে কাসীর)”
সততার দাবি হলো কল্যাণ কামনা করা,স্বচ্ছতাবলম্বন করা,ইনসাফ প্রতিস্থাপন করা এবং ওয়াদা পূরণ করা।একজন সৎ মানুষের মধ্যে প্রতারণা,মিথ্যা,ধোকা,ছলনা এবং বিশ্বাস ঘাতকতা থাকবেনা।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সততার ব্যাপারে ইরশাদ করেন,”নিশ্চয়ই সততা পুণ্যের দিকে নিয়ে যায় আর পুণ্য জান্নাত পর্যন্ত পৌছিয়ে দেয়”(বুখারি ও মুসলিম)।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেন,”যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়”(মুসলিম)
মহান আল্লাহ তায়ালা সত্যবাদী নারী-পুরুষদের প্রশংসা করে ইরশাদ করেন ,”তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ কর”(তওবা ১১৯)
অতএত, সর্বদায় সততার সাথে জীবন পরিচালনা করা অতিব জরুরি ।কেননা সত্য মুক্তি দেয়,মিথ্যা ধ্বংস করে।

































Discussion about this post