মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে লিটন মিয়া (২৫) নামে এক হোটেল কর্মচারির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সরিষাবাড়ী পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
শনিবার (২১ আগস্ট) সকালে তার নিজঘরের শয়নকক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশ পাওয়া যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লিটন মিয়া সরিষাবাড়ী কেন্দ্রীয় বাসটার্মিনালে করম আলীর হোটলে কর্মচারির কাজ করতেন। শুক্রবার রাতে তিনি কাজ শেষে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে কর্মস্থলে না গেলে হোটেল মালিক করম আলী তাকে ডাকতে বাড়িতে যান।
এসময় ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে গিয়ে দেখেন, লিটন মিয়ার হাত-পা বাঁধা ও ঝুলন্ত অবস্থায় মৃত। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে।
এব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে গিয়ে লাশের হাত-পা বাঁধা দেখতে পাইনি, তবে স্থানীয়দের কাছে এমনটি শুনেছি।
ময়নাতদন্তের রিপোর্ট ও ঘটনা তদন্তের আগে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না বলেও তিনি জানান।

































Discussion about this post