যশোর প্রতিনিধি;
উৎসবমুখর পরিবেশে রোববার সাংবাদিক ইউনিয়ন যশোর (জেইউজে) এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে বর্তমান সভাপতি আকরামুজ্জামান ৪১ এবং সাধারণ সম্পাদক এসএম ফরহাদ ৫২ ভোট পেয়ে পুনরায় একই পদে নির্বাচিত হয়েছেন। প্রেসক্লাব যশোর অডিটরিয়ামে সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহণ এবং বিকেল ৩ টা থেকে গণনা শেষে বিকেল সাড়ে ৪ টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ৬৫ ভোটারের সকলেই ভোট দিয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি বি.এম আসাদ (৪২), যুগ্ম সম্পাদক এম.এ.আর মশিউর (৩৬), দফতর সম্পাদক কাজী রফিকুল ইসলাম (৩৮), কোষাধ্যক্ষ মীর কামরুজ্জামান মনি (৩৪), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন (৩৩) ও কার্যনির্বাহী সদস্য হানিফ ডাকুয়া (৪৪)।
পরাজিতরা হলেন সভাপতি পদে এম. আইউব (২৪), সহসভাপতি পদে কাজী রকিবুল ইসলাম (২৩), সাধারণ সম্পাদক পদে মুর্শিদুল আজিম হিরু (১৩), যুগ্ম সম্পাদক পদে গালিব হাসান পিল্টু (২৯), দফতর সম্পাদক পদে শেখ জালাল উদ্দিন (২৭), কোষাধ্যক্ষ পদে তরিকুল ইসলাম তারেক (৩০), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান মোহন (৩০) ও কার্যনির্বাহী সদস্য পদে এম.এ রহমান (২০)।

































Discussion about this post