নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আঃ বাছেদ মিয়া (৫১) নামে এক অটোচালক নিখোঁজ হওয়ার ৩ দিন পর মুন্সিগঞ্জের ভবেরচর এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।বাছেদ মিয়া উপজেলার মোগরাপাড়া বাড়ী চিনিস এলাকার মৃত আঃ সাত্তার মিয়ার ছেলে।
জানা যায়,রবিবার রাত ৮ টায় ভবেরচর মহাসড়কের পাশের অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পরে থাকতে দেখে স্থানীয় লোকজন ভবেরচর সরকারি হাসপাতালে ভর্তি করায়, পরে তারেক নামে এক গণমাধ্যম কর্মী ভিডিও ধারণ করে প্রচার করলে ও সোনারগাঁরের নিখোঁজ সংবাদ সাথে তথ্য মিলে গেলে বাছেদ মিয়া বড় ভাই আব্দুল হক মিয়া হাসপাতালে যোগাযোগ করেন। পরে দিবাগত রাত ১ টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করেন
হাসপাতাল কর্তৃপক্ষ।
এই বিষয়ে আব্দুল হক মিয়া জানান,৫ আগস্ট শুক্রবার বিকেলে আটো নিয়ে রাস্তায় বের হন পরে তাঁর আর খোঁজ মিলেনি। সে আটো চালিয়ে তার পরিবারের ভরনপোষণ চালায়।ছিনতাইকারীরা তাকে অচেতন করে ভবেরচর মহাসড়কের পাশের ফেলে চলে যায়।
সোনারগাঁ থানার ওসি হাফিজুর রহমান জানান, আটোচালক বাছেদ মিয়া ছিনতাইকারীদের প্রয়োগকৃত মেডিসিন ফলে এখনো কথা বলার অবস্থায় নেই,তিনি সুস্থ হওয়ার পরে সুনির্দিষ্ট তথ্য সাপেক্ষে পরবর্তী আইনিপদক্ষেপ গ্রহন করা হবে।

































Discussion about this post