নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে জাহিদুল আলম মেহেদী (১৮) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা ৭টা পর্যন্ত নিখোঁজ কিশোরের খোঁজ মেলেনি। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করে। নিখোঁজ জাহিদুল ইসলাম মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামের মনির হোসেনের ভাড়াটিয়া। তার বাড়ি গাইবান্ধা জেলায়। তবে তার পুরো ঠিকানা পাওয়া সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় দুপুর ২টার দিকে ৮জন কিশোর মেঘনা নদীতে গোসল করতে নামে। তারা সাতরিয়ে নদীর দূরবর্তী স্থানে চলে যায়। এক পর্যায়ে তিনজন তীরে আসলেও জাহিদুল ইসলাম ঢেউ ও স্রোতে নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা পর্যন্ত উদ্ধারের চেষ্টার পর নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।
সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার জানান, নিখোঁজ কিশোরের সন্ধান সন্ধ্যা ৭ টা পর্যন্ত মেলেনি। আজ সোমবার পুনরায় উদ্ধার তৎপরতা চালানো হবে।

































Discussion about this post