সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে আন্ত:প্রাথমিক প্রীতি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্টিত হয়। এ ক্যাটাগরির উপজেলার প্রায় ৫০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রীতি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। অভিনব পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধাবিকাশের আত্মপ্রকাশে এ আয়োজন বলেন জানান ইউএনও ।
বুধবার সকালে উপজেলার ভট্টপুর মডেল স্কুলে এ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। ‘মানুষের জীবনে নৈতিক মূল্যবোধ শিক্ষার জন্য একমাত্র পরিবারেরই গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে’ এ বিষয় নিয়ে ভট্টপুর মডেল স্কুলের বেগম রোকেয়া বালিকা বিতার্কিক দল ও ঈশাখাঁ বালক দল এ দু’ভাগে বিভক্ত করে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক শুরু হয়।
প্রীতি বিতর্ক প্রতিযোগিতায় বেগম রোকেয়া বালিকা বিতার্কিক দল চ্যাম্পিয়ন ও ঈশাখাঁ বালক দল রানার্সআপ হয়েছে। শরাবন তহুরা শ্রেষ্ঠ বক্তা হিসেবে পুরষ্কার লাভ করেন।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান জানান, প্রাথমিক শিক্ষার মান উন্নত করার লক্ষ্যে আমাদের এ উদ্যোগ। দীর্ঘ কয়েক বছর ধরেই প্রাথমিক শিক্ষার ওপর অনেক ঝড়ঝাপটা গেছে। করোনাকালীন সময়ে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিক্ষার্থী ঝরে পরেছে। অভিনব পদ্ধতিতে শিক্ষার্থীদের মেধাবিকাশের আত্মপ্রকাশের জন্য এ প্রতিযোগিতার আয়োজন। শিক্ষার মানের উন্নয়ন ঘটলে আশা করি প্রাথমিকে শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পাবে। বিতর্ক প্রতিযোগিতার সার্বিক তত্ববধানে ছিলেন সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম।

































Discussion about this post