সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণঞ্জের সোনারগাঁয়ে কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পন্যের ন্যায্যমূল্য নিশ্চিতের লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে কাঁচপুর ইউনিয়নের বাঘরি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষকদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক।
সোনারগাঁ উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. মনির হোসেন মল্লিক, কাঁচপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.জসিমউদ্দীন মিয়া,সোনারগাঁ উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. শাহ আলম, মো. হেদায়েতুল্লাহ, মো.মোক্তার হোসেন,সোনারগাঁ উপজেলা কৃষকদলের আহবায়ক সদস্য মো. মাছুম মিয়া, জামপুর ইউনিয়ন কৃষকদলের সহ সভাপতি নূর মোহাম্মদ প্রমুখ। এসময় স্থানীয় কৃষক ও সোনারগাঁ উপজেলা বিএনপি, কৃষক দল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কৃষক সমাবেশের প্রধান অতিথি আল মুজাহিদ মল্লিক বলেন, কৃষি পন্যের ন্যায্য দাম পাওয়া কৃষকের অধিকার। এক শ্রেণীর মধ্যস্বত্ত¡ভোগী কৃষকের উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য পাওয়া থেকে বঞ্চিত করে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত পন্যের ন্যায্যমূল্য পেতে নিশ্চিত করবে।

































Discussion about this post