নিজস্ব প্রতিবেদকঃ
মসজিদে ৪১ দিন ৫ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করে পুরস্কার পেলেন বাই সাইকেল। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের গুলনগর মোল্লা বাড়ি জামে মসজিদে নামাজ আদায় করায় তাকে পুরস্কার দেওয়া হয়। রোববার (২৭ মার্চ) তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ৪১ দিন জামাতের সাথে নামাজ আদায় করে বাই সাইকেল প্রথম পুরস্কার পেয়েছেন গুলনগর গ্রামের মৃত কাজী আবুল হোসেনের ছেলে ও পঞ্চমীঘাট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র কাজী সুমন।
স্থানীয় হাজী তোফাজ্জল হোসেনের উদ্যোগে নানাখী আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসার মোহতামীম মুফতী মুজাম্মেল হকের পরিচালনায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। যুবসমাজকে নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি করতে এ ঘোষনা দেওয়া হয়।
এছাড়াও আরো ১১ জন আয়রন, দেয়ালঘড়িসহ বিভিন্ন ধরনের পুরস্কার পেয়েছেন। তাদের কয়েক ওয়াক্ত জামায়াতে নামাজ আদায় মিস হয়েছে।
অনুষ্ঠানে মিরপুর দারুস সালাম মাদ্রাসা অধ্যক্ষ হাফেজ মাওলানা আবদুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, নানাখী কাওমিয়া মাদ্রাসার মোহতামীম মুফতী শরিফুজ্জামান, মাওলানা শেখ সাদী, মাওলানা ক্বারী ইব্রাহীম, মাওলানা দাউদুর রহমান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা মোহাম্মদুল্লা মাহমুদ, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, মো. ইউসুফ, মো. হাফেজ প্রমুখ।
সোনারগাঁয়ে ইউনিয়ন বিএনপির কমিটি গঠন

































Discussion about this post