সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের নোয়াগাঁও এলাকায় দোকান ও জমি নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের সাথে ছোট ভাইদের বিরোধের ঘটনায় বড় ভাইকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।এঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী।
জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বড় গৌরবদী গ্রামে পৈতৃক সম্পত্তি ও ভুলতা গাউছিয়া মার্কেটে থাকা দোকানের মালিকানা নিয়ে বড় ভাই ইয়াছিন গাজীর সাথে দীর্ঘদিন ধরেই পারিবারিক ভাবে ছোট দুই ভাই ইলিয়াস, ইমন, বোন মুক্তা বেগমের সাথে বিরোধ চলে আসছিল। গত ১৫ এপ্রিল জমি ও দোকানের মালিকানা নিয়ে ইয়াছিন গাজীকে বেধড়ক মারধর করেন তারা। পরে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। চিকিৎসা শেষে ২ দিন পর সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ইয়াছিন গাজী।
অভিযোগ সূত্রে স্থানীয় ভাবে সোনারগাঁ থানা পুলিশের সহায়তায় নোয়াগাঁও ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান বিচার সালিশি করে দুইপক্ষের সাথে সমঝোতা করে দেন।
ভুক্তভোগী ইয়াছিন গাজী বলেন, স্থানীয় ভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আজহারুল ইসলাম,জহিরুল, মোঃ তোফাজ্জল হোসেন,আবু বক্কর সিদ্দিক, মিজানুর রহমান স্বাক্ষীগণদের নিয়ে চেয়ারম্যান সাহেবে বিচারের মাধ্যমে মিমাংসা করে দেন। বিচার হওয়া সত্ত্বেও এখন তারা বিচার মানছে না,আমাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। আমি বাড়ি যেতে পারছি না তাদের ভয়ে। আমি ন্যায্য বিচারের জন্য নারায়ণগঞ্জ আদালতে মামলা দিয়েছি।
এ বিষয়ে নোয়াগাঁও ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান বলেন, দোকান ও জমি নিয়ে ঘটনায় স্থানীয় ভাবে মিমাংসা করে দিয়েছিলাম এখন শুনছি আবার তাদের মধ্যে বিরোধ চলছে।

































Discussion about this post