সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার খাগুটিয়া এলাকায় বোনের সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। ওই জমি দখল করে গ্যারেজ নির্মাণের অভিযোগ উঠে। এতে বাধা দিতে গিয়ে হামলার শিকার হন হালিমা আক্তার ও শাহিদা বেগম। এঘটনায় ভূক্তভোগী শাহিদা বেগম বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
জানা যায়, উপজেলার খাগুটিয়া গ্রামের সামসুদ্দিন মিয়া ১৯৯৭ সালে মারা যাওয়ার পর ওই সম্পত্তির ওয়ারিশ হিসেবে মালিক হন সোহরাব উদ্দিন, জাকির হোসেন, হালিমা আক্তার ও শাহিদা বেগম। ওয়ারিশের সম্পত্তি বুঝাইয়া না দিয়ে ওই সম্পত্তি জোরপূবক দখল করেন সোহবার উদ্দিন ও জাকির হোসেন। গত ১৩ অক্টোবর বোনদের সম্পত্তি জোরপূর্বক দখল করে গ্যারেজ নির্মাণ করতে গেলে স্থানীয়দের সঙ্গে নিয়ে বাধা দেন দুই বোন। পরবর্তীতে তারা গ্যারেজ নির্মাণ কাজ বন্ধ রাখে। পরে গত ১৬ অক্টোবর পুনরায় ওই গ্যারেজ নির্মাণ কাজ শুরু করে। পরে বিকেল সাড়ে চারটার দিকে কাজ করতে বাধা দেওয়া হলে সোহরাবউদ্দিনের নেতৃত্বে জাকির হোসেন, আমিনা বেগম, শিল্পী আক্তার, নীল মিয়াসহ ১০-১২জনের একটি দল লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হালিমা আক্তার ও শাহিদা বেগমের ওপর হামলা করে। হামলায় আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ৫জনের নাম উল্লেখসহ ১০-১২জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
ভূক্তভোগী শাহিদা বেগম জানান, তার বাবা মারা যাওয়ার পর তার দুই ভাই তাদের সম্পত্তি আত্মসাত করেন। ওই সম্পত্তি চাইতে গেলে তাদের পিটিয়ে তাদের মারাক্তকভাবে আহত করেন। আহতবস্থায় হাসপাতালে ভর্তি থাকাবস্থায় তাদের প্রাণ নাশের হুমকি দেওয়া হয়।
অভিযুক্ত জাকির হোসেন দাবি করেন, তার বাবার রেখে যাওয়া সকল সম্পত্তির মালিকানা তাদের নয়। তাদের বোনের সম্পত্তি বাদ রেখেই তারা ভোগ দখলে আছেন।
সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. রাশেদুল হাসান খাঁন জানান, সম্পত্তি দখল ও হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

































Discussion about this post