সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার খংসারদি ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয়। লাশের পরিচয় এখনো জানা যায়নি।তাঁর বয়স আনুমানিক ৩২ বছর।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,খংসারদি ব্রিজের নিচে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা সোনারগাঁ থানা পুলিশে খবর দেন।খবর পেয়ে সকাল ৮ টার দিকে সোনারগাঁ থানা ও কাঁচপুর ফাঁড়ি পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। মৃত যুবকের গায়ে পরনে একটা টি শার্ট, জিন্সপ্যান্ট ও পায়ে ক্যাস পরিহিত ছিল মুখে কালো রংঙ্গের ছোট ছোট দাড়ি আছে।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম বলেন,লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য আশপাশের বিভিন্ন থানায় খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জে মর্গে পাঠানো হয়েছে।এটি হত্যাকাণ্ড না অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।

































Discussion about this post