সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মো. সবুজ (৩৫) নামে এক মাছ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার রাস্তার পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. সবুজ আড়াইহাজার উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের মারুয়াদি এলাকার নুর মোহাম্মদের ছেলে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার রাস্তার পাশে গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, দুবৃর্ত্তরা রাতের আঁধারে অন্যস্থানে হত্যা করে মরদেহটি এখানে ফেলে রেখে যায়।
নিহতের স্ত্রী রেহেনা আক্তার জানান, তার গত ১১ জুন দুপুর থেকে রূপগঞ্জের ভূলতা গাউছিয়া থেকে নিখোঁজ ছিলেন। সে আড়াইহাজারে মাছ ব্যবসা করে।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আব্দুল হক জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে পববর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

































Discussion about this post