সোনারগাঁ(নারায়নগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার দরপত এলাকায় সরকারি গাছ কেটে বালু ভরাটের অভিযোগ উঠেছে ওই এলাকার সাবেক কাউন্সিলর মো. শাহজালাল মিয়ার বিরুদ্ধে। বালু ভরাট করতে গিয়ে উপজেলা প্রশাসনের অনুমতি ছাড়াই সরকারি বড়বড় তিনটি গাছ কেটে কাজ চালিয়ে যাচ্ছেন এ কাউন্সিলর।
জানা যায়, দরপত আদর্শ কমিউনিটি ক্লিনিকের নতুন ভবণ নির্মাণ কাজের জন্য উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে বালু ভরাটের কাজ করছেন সোনারগাঁ পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাহজালাল মিয়া। এ বালু ভরাটের কাজ পেলেও তিনি কাছ কাটার জন্য কোন অনুমতি পাননি। তিনি এ জায়গার তিনটি গাছ কেটে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠে।
দরপত গ্রামের মো. মজুল মিয়া জানান, কমিউনিটি ক্লিনিকের জন্য আমরা জমি দান করেছি। বর্তমানে গাছ কাটার বিষয়টি আমাদের জানা নেই। এটা কাউন্সিলর শাহজালাল একাই করছেন। এ ক্লিনিকটি ১৯৯৮ সালে নির্মাণ করা হয়। ক্লিনিকের ভবনটি ছোট ও জরাজির্ণ হওয়ার কারনে এ এলাকার জনসাধারনের স্বার্থে নতুন ভবণ নির্মাণ করা জরুরী হয়ে পড়ে। সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহন করে। ভবন নির্মাণ করতে হলে জমির কিছু অংশ বালু ভরাট করতে হয়। ফলে বালু ভরাটের কাজ শুরু করেন কাউন্সিলর।
সোনারগাঁ পৌর সভার সাবেক কাউন্সিলর মো. শাহজালাল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলা প্রশাসনের অনুমতিক্রমে তিনি বালু ভরাট করছেন। গাছ কাটার বিষয়ে তিনি বলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সম্মতি নিয়ে গাছগুলো কাটা হয়েছে। এখানে আমার কোন স্বার্থ নেই। গাছ কাটার পর এগুলো কে বিক্রি করেছে এটা আমার জানা নেই।
সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকরতা ডা. সাবরিনা হক বলেন, গাছ কাটার বিষয়ে আমার জানা নেই। এটা আমার ডিপার্টমেন্ট’র সাথেও সম্পৃক্ততা নেই।
সোনারগাঁ উপজেলা বন কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ান উল ইসলাম বলেন, গাছ কাটার বিষয়ে উপজেলা প্রশাসন থেকে কোন অনুমতি দেওয়া হয়নি। অনুমতি দিলে অবশ্যই আমি জানতাম। বিনা অনুমতিতে সরকারি গাছ কাটা অপরাধ। এ বিষয়ে খোজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

































Discussion about this post