নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষাড়িয়ারচর এলাকায় অভিযান চালিয়ে রাজু মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১১। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আষাঢ়িয়ার চর বিসমিল্লাহ ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে মা খাদিজা হোটেল এন্ড রেষ্টুরেন্ট’র সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাজু মিয়া মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার সরদার বাড়ীর মৌছা মাদ্ৰা গ্রামের মোঃ মনিরের ছেলে।
র্যাব -১১ র প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, মাদক ব্যবসায়ী রাজু চট্টগ্রাম থেকে বাস যোগে এসে উপজেলার আষাড়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশন এর দক্ষিণ পাশে মা খাদিজা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনের স্থানে নেমে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করবে এমন তথ্যর ভিত্তিতে র্যাব -১১ এর একটি দল তাকে ঘটনাস্থল থেকে হাতে নাতে অবৈধ মাদকদ্রব্য ৩৭শত পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ক্রয় বিক্রয়ের নগদ ৯১০ টাকা এবং মাদক ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩ টি মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে । সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, থানায় মামলা নিয়ে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

































Discussion about this post