আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি মিয়াজী পাড়া এলাকায় মিথ্যা অপবাদ দিয়ে লাইলী বেগম নামে এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে।
এঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে আট জনকে আসামি করে স্থানীয় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
মামলার এজাহার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, একই এলাকার মোঃ মাসুদ ও মোঃ মমিন সহ বেশ কয়েকজনের সাথে এজাজুল ইসলামের স্ত্রী মোছাঃ লাইলী বেগমের জমি জমাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ চলে আসছিল।
গত ৪ জুলাই (শুক্রবার) জুম্মার নামাজের পর পূর্ব শত্রুতার জের ধরে মাসুদ ও মমিনসহ ১০-১২জন দল বেঁধে লাইলী বেগমের উপর আক্রমণ করে ও বেধরক মারপিট করে। এতে লাইলী বেগম মারাত্মক ভাবে গুরুতর আহত হয়। এ সময় তারা লাইলী বেগমের বসতবাড়িতে আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করে । পরে স্থানীয়রা লাইলী বেগমকে উদ্ধার করে স্থানীয় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির করেন।
এ বিষয়ে অভিযুক্ত মোঃ মাসুদ ও মুমিনসহ জানান, লাইলী বেগম তার বাড়িতে লোকজন ডেকে এনে অ-সামাজিক কার্যকলাপ পরিচালনা করেন, আমরা তারই প্রতিবাদ করেছি। লাইলী বেগম এলাকার যুব সমাজের চরিত্রহনন করছেন। আমরা এর প্রতিবাদ করতে গেলে
আমাদের বিরুদ্ধে লাইলী বেগম মিথ্যা অভিযোগ দায়ের করেন।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন-নবী বলেন, লাইলী বেগমের একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

































Discussion about this post