আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
রোববার সকালে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার আফরিন হক’র সভাপতিত্বে দিবসটি পালিত। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) রন্টি পোদ্দার, হাতীবান্ধা থানার তদন্ত ওসি মোশাররফ হোসেন, উপজেলা মংস্য অফিসার দীন মোহাম্মদ আমানুল্লাহ, প্রাণী সম্পদ অফিসার মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত কৃষি অফিসার নুর ইসলাম, যুব উন্নয়ন অফিসার সোহাগ উদ্দিন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ মুক্তিযোদ্ধা ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

































Discussion about this post