আমিনুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ ৬জন আহত হয়েছেন।
রোববার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে।
অভিযোগ রয়েছে—আবেদ খান, ওসমান খান, আব্বাস খান, আব্দুল ওয়াছেদ খান ও আব্দুর রহমান খান গং এর নিজ নামীয় পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে দখলে রেখেছেন সিন্দুর্না ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খান। জমি উদ্ধারের উদ্দেশ্যে রোববার সকালে আবেদ খান পরিবারের সদস্যরা সেখানে গেলে মোশারফ খানের নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এতে প্রথম দফায় নারী-পুরুষসহ অন্তত তিনজন আহত হন।
পরে আহতরা চিকিৎসার জন্য হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে আবার তারা হামলার শিকার হন। মোশারফ খানের ছেলে মাহাফুজের রহমান খান বিপ্লব, তার ভাই মিল্লাত হোসেন বাবু, মুতারজিমুল খান মুন, মশিউর রহমান খান তুফান, আরিফুর রহমান খান আরিফসহ বেশ কয়েকজন এ হামলায় অংশ নেয়। এ ঘটনায় আরও তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আব্দুর রহমান খান বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

































Discussion about this post