লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পুকুর থেকে চলছে বোমা মেশিন দিয়ে বালু উত্তোলন এবং প্রতিদিন তিস্তা নদীর কিনারা কেটে ট্রাক বোঝাই বালু বিক্রির জমজমাট ব্যবসা করতেছে একটি বালু খোড় সিন্ডিকেট দল।
জানা গেছ, সোমবার (৩১ জানুয়ারি) লালমনিরহাট হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের দঃ চর ধুবনী এলাকায় প্রতিনিয়ত ভোর ৫টা থেকে দুপুর পর্যন্ত তিস্তা নদীর কিনারা কেটে এবং অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক বেঝাই বালু বিক্রি করতেছে একটি সিন্ডিকেট চক্র।
এতে চর এলাকাবাসী হ্মীপ্ত হয়ে এবং দুঃখ প্রকাশ করে জানায়, প্রতিদিন বালু বোঝাই ট্রাক চলাচলের কারনে আমাদের যাতায়াতের রাস্তা, আবাদি ফসল সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে এবং নদী ভাঙ্গল সৃষ্টি হচ্ছে। এতে প্রশাসনের কোন ভুমিকা দেখা যাচ্ছে না। তাই প্রশাসনের প্রতি আমাদের বিনীত অনুরোধ, এ সব অসৎ বালু ব্যবসায়ীদের প্রতি দ্রুত আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হোক।

































Discussion about this post