ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার শেখের হাট এলাকা থেকে সাদিয়া আক্তার রুবি (১৫) নামের কিশোরী ২ মাস ধরে নিখোঁজ রয়েছে। গত ৫ এপ্রিল ২০২২ তারিখ বিকেলে রুবি বাড়ি থেকে চলে আসার পর থেকেই নিখোঁজ থাকে। ইতিপূর্বেও সে বাড়ি থেকে বের হয়ে দুই একদিন পরে ফিরে এসেছে। কিন্তু সে ৫ এপ্রিলের পর থেকে ফিরে আসেনি।
তার মা শাহিদা বেগম জানান, রুবি মাঝে মাঝে মানুষিক ভারসাম্য হারিয়ে ঘুড়ে বেড়াতো। রুবির পরিবার বিভিন্ন জায়গায় খোজাখুজি করে তার সন্ধান পায়নি। রুবি এই এলাকার হারুন হাওলাদারের কন্যা। তার পরিবার ধারনা করছেন রুবিকে মানব পাচার চক্রের হাতে পরতে পারে। তার কেউ কোনো সন্ধ্যান পেলে তার মাতা শাহিদা বেগমের মোবাইল ফোন ০১৭৭৫০৩৫৪৭৩ অথবা বাবার মোবাইল ০১৯৩১৯৭২৮৬৩ নাম্বারে জানাতে অনুরোধ করা হয়েছে।

































Discussion about this post