মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধিঃ জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ বলেছেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। ত্রাণ বিতরণের জন্য একজন মানুষও খোঁজে পাওয়া যাবে না। জাতীয় পাটি ক্ষমতায় গেলে ইসলামপুর উপজেলায় যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। যাতে একজন মানুষও আর গৃহহারা না হন এবং ফসলি জমি না হারান।
তিনি আজ দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ শতাধিক পরিবারের মাঝে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত ত্রাণ সামগ্রী, বন্যা পরবর্তী জীবানুনাশক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠঅনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন, ইসলামপুর পৌর জাতীয় পাটির সভাপতি তারা মিয়া, সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও জাপা নেতা মাহমুদ উল্লাহ।
এর আগে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ বন্যা দুর্গত এলাকায় জীবাণুনাশক স্প্রে করেন এবং সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন।
























