সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁয়ের পিরোজপুরে ৬ মাস আগে এক তুচ্ছঘটনাকে কেন্দ্র করে কে বা কাহারা ঝগড়া করে আর কেনোইবা গতকাল পিরোজপুর গ্রামে কি কোন্দলে পুনরায় ঝগড়া হয় তার কিছুই জানে না মামুন মোল্লা ।
প্রকাশিত এক সংবাদে জানতে পারেন পিরোজপুর ইউনিয়নের চান্দেরচক এলাকার মনির হোসেনের ছেলে মোঃ ফাহিম(২৩) এর মা মাজেদা বেগম গতকালের ঝগড়ায় সোনারগাঁ থানায় তাঁর নাম উল্লেখ করে একটি সাধারন ডায়েরি করেন।
মিথ্যা বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ স্বরুপ এমনটাই জানালেন পিরোজপুর গ্রামের ইউসুফ আলী মোল্লার ছেলে মামুন মোল্লা।
এসময় তিনি আরো জানান, আমার এই সমাজসেবী কার্যক্রম দেখে একটি কুচক্রীমহল ঈর্ষান্বিত হয়ে আমাকে মিথ্যে বানোয়াট অভিযোগ করে ফাঁসানোর চেষ্টা করছে বলে আমি মনে করি।
তাই আমি অভিযোগকারী মায়ের প্রতি অনুরোধ করে বলছি কে বা কাহারা ঝগড়া করেছে তার সঠিক তথ্য জেনে যাচাই করে তারপর অভিযোগ করুন শুধু একজন নিরপরাধ লোককে হয়রানি করে কি লাভ?
জানা গেছে, গত ৬ মাস আগে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে পিরোজপুর গ্রামে ফাহিম সহ ১০/১২ জনের একটি দল ঝগড়া করে ওই গ্রামের কয়েকজন ছেলেকে মেরে রক্তাক্ত অবস্থায় বাড়ি পাঠিয়ে দেন। এই নিয়ে এক পর্যায়ে মীমাংসা ও হয়ে যায়।
গতকাল সন্ধ্যায় পিরোজপুর গ্রামে ফাহিম ও তার সঙ্গীরা পিরোজপুর গ্রামে আসলে সেই ঘটনাকে কেন্দ্র করে আবার দুপক্ষ তর্কবিতর্কের এক পর্যায়ে আবার ঝগড়া হয়।























