গত ২৪ ঘণ্টায় সোনারগাঁয়ে আরও ৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।এ নিয়ে মোট আক্রান্ত ৭৬৬ জন,এরমধ্যে সুস্থতা লাভ করেছেন ৬৫৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৩ জন।
সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আজ নতুন করে ৩১ জনের নমুনার রির্পোটে ৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে ।
তাদের মধ্যে কাঁচপুর রায়েরটেকে ১ জন প্রাপ্তবয়স্ক মহিলা।নোয়াইল আমিনপুরে প্রাপ্তবয়স্ক ১জন মহিলা ও ২জন পুরুষ।পিরোজপুর নিউটাউনে ২ জন,আমিনপুর পৌরভবনাথপুরে ২জন, গোয়ালদি ১জন।























