সোনারগাঁয়ে ট্রাকের চাপায় সিনহা( ৬) নামে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।সোমবার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার খন্দকার প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত সিনহা বারদী মসলন্দপুর গ্রামের শওকত মিয়ার মেয়ে।
স্থানীয় ও পুলিশের সূত্র জানা যায়,বৃদ্ধ নানা-নানীর সঙ্গে চৌরাস্তায় আসলে অটোরিকশা থেকে নামার সময় মেয়ে শিশু কন্যাটি হঠাৎ হাত ফছকে দৌড় দিলে ধীরগতিতে থাকা একটি ট্রাকের নিচে চাপা পড়ে মাথা থেতলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এসময় উত্তোজিত জনতা ট্রাক চালককে পিটিয়ে মারাত্মক আহত করে। উত্তেজিত ও উৎসুখ জনতার কারণে মোগরাপাড়া থেকে উদ্ধবগঞ্জ বাজার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়।পরে ঘটনাস্থলে পুলিশ এসে শিশু কন্যাটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে যায়।























