সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী লোকজ মেলা ১লা মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে।এ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ফাউন্ডেশনের লাইব্রেরী হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি ছিলেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম, সোনারগাঁও থানা টুরিস্ট পুলিশের ইনচার্জ গোলাম কিবরিয়া, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সোনারগাঁও পৌরসভার কাউন্সিলর জাহেদা আক্তার মনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সোনারগাঁও প্রেস ক্লাবের সভাপতি অসিত কুমার দাস, সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সাংবাদিক মনিরুজ্জামান, হাসান মাহমুদ রিপন, শাহাদাত হোসেন রতন, রবিউল হুসাইন, গাজী মোবারক, মাজহারুল ইসলাম, পনির ভূঁইয়া, ফাউন্ডেশনের উপ- পরিচালক রবিউল ইসলাম প্রমুখ।























