নুরুল বশর মানিক,কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলায় পানের দোকান বিজিবির অভিযানে ৩২ হাজার ৩৫০ পিস ইয়াবা সহ মোঃ রাশেদ মিয়া (১৯) নামের একজনকে আটক করা হয়েছে।
আটক মোঃরাশেদ মিয়া১৯) উপজেলার হ্নীলা ইউনিয়নের শিকদারপাড়া এলাকার জহুর আলমের ছেলে।
রোববার (১১এপ্রিল)বেলা ১১.৩০ মিনিটের টার দিকে অভিযান চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করা হয়েছে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টেকনাফ উপজেলার হ্নীলার পশ্চিম শিকদার পাড়ার কাঠের “স’ মিলের পার্শ্ববর্তী মো রাশেদ মিয়ার পানের দোকানে ইয়াবা পাচারের উদ্দেশ্যে মজুদের সংবাদ পায় বিজিবি। হীলা সীমান্ত চৌকির একটি বিশেষ টহলদল ওই দোকানে গিয়ে তল্লাশি চালায়। দোকানের ডিপ ফ্রিজের পিছনে লুকিয়ে রাখা ইয়াবা ভর্তি একটি বড় আকারের প্যাকেট উদ্ধার করে। পরে প্যাকেটটি খুললে সেটির ভেতর থেকে ৩২ হাজার ৩৫০ পিস ইয়াবা বড়ি জব্দ করতে সক্ষম হয়।
আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান।























