জাকির হোসেন: বেনাপোল পোস্ট অফিসের সামনে থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজন কে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
সোমবার (১২এপ্রিল) সকাল ১০:৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই মোঃ মফিজুর রহমান চৌধুরী সংগীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে বেনাপোল পোস্ট অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আব্দুল আলীম (৪৫) নামে একজন কে আটক করেছেন।
আটক আব্দুল আলীম(৪৫) পোর্টথানাধীন ভবেরবেড় এলাকার মৃত আজিজ ফকিরের ছেলে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(এসআই) মোঃ মফিজুর রহমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এবং ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়েছে, যার মামলা নং-১৬ বলে তিনি জানিয়েছেন।























