জাকির হোসেনঃ দেশের বৃহত্তর স্থল বন্দর বেনাপোল। এই বৃহত্তর বন্দর দিয়ে পাশ্ববর্তী দেশ ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজতর হওয়ায় দেশের সিংহ ভাগ পাসপোর্ট যাত্রী যাতায়াত করে থাকেন এই পথে। নিত্যদিন এই পথদিয়ে যাতায়াত করে অনেক মানুষ, তাদের যাতায়াতের নিত্য সঙ্গী যানজট। এই যানজট নিরাশনকে অগ্রাধিকার দিয়ে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন এর সভাপতিত্বে ভিডিও কসফারেন্সের মাধ্যমে বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল উদ্ধোধন করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা প্রশাসক মোঃ তমিজুল ইসলাম খান।
আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১০টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেনাপোল পৌর ট্রাক টার্মিনালের শুভ উদ্ধোধন করা হয়।
বেনাপোল স্থল বন্দর পরিচালক (ট্রাফিক)আব্দুল জলিল, শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান এসময় ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন।
বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, ১৫ বিঘা জমির উপর গড়ে ওঠা এ ট্রাক টার্মিনালে আধুনিক সেবার সবগুলোই থাকবে। এছাড়াও আমরা ট্রাক ড্রাইভারদের ট্রাক ড্রাইভার মনে করি না, আমাদের সংসারটা মানুষ মনে করা। বেনাপোলকে আরো বেশি আধুনিকায়ন করতে তিনি দল-মত নির্বিশেষে সবার সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
এ ট্রাক টার্মিনাল নির্মাণে জমি ও স্থাপনা সহ মোট ব্যয় হয়েছে ১৩ কোটি ৪৯ লাখ ২১ হাজার ৬৫০.৬৫ টাকা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য বিগত দিনগুলোতে যানজটের কারণে মানুষের জীবন যখন অতিষ্ঠ হয়ে ওঠে ঠিক তখন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন সাধারণ মানুষের জীবন যাত্রা স্বাভাবিক ও বেনাপো্লের মান উন্নয়নে এ ট্রাক টার্মিনাল গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন। এরই ধারাবহিকতায় আজ তার পূর্ণ রূপ দিলেন তিনি।
এ উদ্ধোধনের সাথে সাথে এলাকাবাসি স্বস্থির নিঃশ্বাস ফেলতে শুরু করেছেন।























