জাকির হোসেন,শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শার কাশিপুর গ্রাম থেকে মোঃ রকিব খাঁ(৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মোঃ রকিব খাঁ শার্শা থানাধীন বেলতা গ্রামের মৃত আমানত খাঁ’র ছেলে।
সোমবার বিকালে শার্শা থানাধীন কাশিপুর গ্রামস্থ মৃত মাহাতাব বিশ্বাসের ছেলে মোঃ আনিচুর রহমানের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে জনাব সোমেন দাশ, অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান চালিয়ে মোঃ রকিব খাঁ (৩৫) কে ২০ বোতল ফেন্সিডিলসহ আটক করেন।
আসামির উপর শার্শা থানায় ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) টেবিলের ১৪(খ) রুজু করা হয়েছে যার মামলা নং-৩১।























