জাকির হোসেন :
যশোরের বেনাপোল বাজার বলফিল্ডের সামনে ট্রাকের ধাক্কায় কোব্বাত আলী (৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। ঘটনার সাথে সাথে ট্রাক চালক পালিয়ে যায়। পরে পুলিশ ঘাতক (যশোর-ট-১১-১৭৫১) ট্রাকটি আটক করেছে।
সোমবার (২৬ এপ্রিল) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের পর্যটন হোটেলের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত কোব্বাত আলী বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, বেনাপোলগামী একটি ট্রাক বাইসাইকেলে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় বাইসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাক চালক পলাতক রয়েছে। আমরা ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছি।























