জাকির হোসেন, শার্শা (যশোর) প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার নাভারণের ফ্রি খাবার বাড়ির উদ্যোগে ঝিকরগাছার রঘুনাথনগর হাফিজিয়া মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন, ইফতার সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) বিকাল ৫টায় অত্র মাদ্রাসার মহতামিম হাফেজ মাওঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে মাদ্রাসা প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধার সন্তান তরুণ সমাজ সেবক ও ফ্রি খাবার বাড়ির দাতা সদস্য ডা: বিল্লাল হোসেনের আয়োজনে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিওরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দেশ সেরা উদ্ভাবক, বার বার সনদপ্রাপ্ত ও সমাজ সেবক মিজানুর রহমান,বিশিষ্ট সমাজ সেবক মীর বাবর জান বরুন, সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী,বাবর আলী সরদার বিশেষ বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আলিমসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শুরুতে প্রবাসী ও দেশের সকল মানুষের জন্য মহামারী কোরোনা ভাইরাস থেকে রক্ষা পেতে দোয়া অনুষ্ঠিত হয়।























