জাকির হোসেন,যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোলে ছুরিকাঘাতে নিহত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে বেনাপোল পোর্ট থানার রেলস্টেশন পুলিশ ফাঁড়ির পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মামুন খাঁন জানান, সকালে স্থানীয়রা বেনাপোল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির পাশে ছুরিকাঘাতকৃত অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে জখমের চিহ্ন রয়েছে।একই সাথে তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।























