বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
করোন ভাইরাসের প্রকোপ কম থাকায় সরকার প্রায় দু’বছর পর ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। এর প্রেক্ষিতে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলে নতুন রূপে ধোয়া-মোছা ও বিদ্যালয় কক্ষগুলো স্বাস্থ্যবিধি মোতাবেক আসন সাজানো হচ্ছে। প্রতিষ্ঠানে প্রধানগণ শিক্ষক, কর্মটচারীদের নিয়ে এই কাজগুলো করছে।
অনেক বিদ্যালয় চতুর্থ শ্রেণির কর্মচারী না থাকায় শিক্ষকরাই কিছু কিছু উৎসাহী শিক্ষার্থীদের নিয়ে একাজ করছে। ঝালকাঠি জেলায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় প্রায় ২৬শ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আরও ২৫ থেকে ৩০ ভোকেশনাল কারিগরি বিদ্যালয় রয়েছে। সরোজমিন ঘুরে এ চিত্র দেখা গেছে। একই চিত্র মাদ্রাসাগুলোতে পরিলক্ষিত হয়।



















