বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে সড়ক দুর্ঘটনায় মোস্তফা হাওলাদার নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী শঙ্কর মিত্র আহত হয়। সোমবার রাতে ভান্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার গাজীবাড়ি এলাকায় ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক পিরোজপুরের মঠবাড়ি উপজেলার হোসেন আলী হাওলাদারের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, রাজাপুরের মঠবাড়ি থেকে যাত্রী নিয়ে স্বরূপকাঠির উদ্দেশ্যে যাচ্ছিলেন মোস্তফা হাওলাদার। পথে গাজিবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক মোস্তফা ও আরোহী শঙ্কর মিত্র আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন।
























