দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ব্র্যাকের আয়োজনে ২৪ জুলাই রবিবার বেলা ১২ টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে জেলায় চলমান কর্মসূচী নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
সভায় ময়মনসিংহ জেলায় চলমান ব্র্যাকের সকল কর্মসূচী সম্পর্কে উপস্থাপনা করেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম। সভায় উপস্থিত ছিলেন জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেটবৃন্দ, সিভিল সার্জনের প্রতিনিধি, উপ-পরিচালক,মহিলা বিষয়ক অধিদপ্তর, উপ-পরিচালক, সমাজ সেবা অধিদপ্তর, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা, জেলা প্রাথমিক
শিক্ষা কর্মকর্তাসহ জেলা সরকারী বিভিন্ন দপ্তরের প্রধান। এছাড়াও এনিজও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ ব্র্যাকের বিভিন্ন কর্মসূচীর জেলা প্রধানগণ। সভা সঞ্চালন করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচীর জেলা ব্যবস্থাপক শোভন বিশ্বাস।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্র্যাক মানবসম্পদ বিভাগের জোনাল ম্যানেজার হাসান মোঃ আদল, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচী (প্রগিত) আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম, জেন্ডার জাষ্টিস এন্ড ডাইভারিসিট কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক কানিজ ফাতেমা, আল্ট্রা পুওর গ্র্যাজুেয়শন কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আনিসুর রহমান, অধিকার এখানে, এখনই প্রকল্পের জেলা ইয়ুথ মিবলাইজার নুসরাত জাহান পলি প্রমুখ।
সভায় ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলম জেলার সকল কর্মসূচী সম্পর্কে বিশদ তথ্যবহুল
উপস্থাপনা করেন। সভা শেষে জেলা প্রশাসক ব্র্যাকের বিভিন্ন কর্মসূচী সম্পর্কে বিশদভাবে অবিহত হন এবং ব্র্যাকের কার্যক্রমকে স্বাগত জানান। ব্র্যাকের প্রতিষ্ঠাতাকে ধন্যবাদ জানান এবং ব্র্যাকের সার্বিক সাফল্য কামনা করেন।























