মোঃআল আমিন, বেরোবি প্রতিনিধি:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মোঃ হাসিবুর রশীদ।
এরপর সকাল ৯ টায় কালোব্যাজ ধারণ ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্য দিয়ে দিবসের মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর একুশের প্রভাতফেরিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও দপ্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন অঙ্গসংগঠনসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার নিজ নিজ ব্যানারসহ অংশগ্রহণ।করেন।
এরপর বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগ, হল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসারস অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণি কর্মচারী ইউনিয়ন, কর্মচারী ইউনিয়ন, শিক্ষকদের সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ, বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, ড. ওয়াজেদ রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস) সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এছাড়াও জোহরের নামাজ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।























