যশোর জেলা প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বৃহত্তর যশোর জেলা (যশোর, ঝিনাইদহ, মাগুড়া,নড়াইল) পুণর্মিলনীর লক্ষে “এসো মিলি মুক্তির পতাকায়” এই স্লোগান ধারণ করে রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
আজ (১ এপ্রিল) শনিবার যশোর পৌর কমিউনিটি সেন্টারে সকাল ১১টায় রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা (ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনী) ও প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ। এ সময় অনুষ্ঠান থেকে জানানো আগামী ২৭ মে ২০২৩ শনিবার দিনব্যাপি বৃহত্তর যশোর জেলার পূণর্মিলনী অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন পূণর্মিলনী কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রন্টু, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, বীর মুক্তিযোদ্ধা আয়নাল হোসেন, মাহবুবুর রহমান মজনু, বীথিকা সরকার, মনজুরুল ইসলাম মুন্নু, সৌমেশ মূখার্জী, ছাত্র ইউনিয়ন, জেলা আহবায়ক, আকরাম হোসেন প্রমুখ।























