নিলয়, স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপের সবশেষ আসরে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় বাংলাদেশ ক্রিকেট দল। যদিও সে আসরটি ছিলো টি-টোয়েন্টি ফরম্যাটে। ওয়ানডে ফরম্যাট পেয়ে চলতি আসরে আবারও সুপার ফোরে বাংলাদেশ। শেষ চারের লড়াইয়ে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ওয়ানডের শীর্ষে থাকা পাকিস্তান। লাহোররের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে আজ(বুধবার) বিকেল ৩:৩০ মিনিটে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে সাকিব বাহিনী। চলতি আসরে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ভরাডুবি দেখিয়েছে সাকিব-মুশফিকরা। তবে স্বরুপে ফিরে আসতে বেশি সময় নেননি টাইগার ব্যাটাররা।
দ্বিতীয় ম্যাচেই আফগানদের বিপক্ষে দুই শতকে ৩৩৪ রানের পাহার সম স্কোর গড়েন টিম টাইগার। শান্ত-মিরাজের জোড়া সেঞ্চুরি আর তাসকিন, শরিফুলদের বোলিং আক্রমণে এক ম্যাচ জিতেই সুপার ফোর নিশ্চিত করে বাংলাদেশ। তবে বাবর আজমদের বিপক্ষে লড়াই কিছুটা যে কঠিন সেটি আগেই জানিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বর্তমান সময়ে অন্যতম পেস বোলিং পাক শিবিরে। তাদের মোকাবেলা করতে অগ্নি পরিক্ষা দিতে হবে বাংলাদেশি ব্যাটারদের। আফগানদের বিপক্ষে খেলা একাদশকেই দেখা যেতো পাকিস্তানের বিপক্ষেও। তবে লিটন দাস দলের সঙ্গে যুক্ত হওয়ায় পরিবর্তন আসছে একাদশে। লিটনের ফেরা আর হ্যামস্ট্রিংয়ের চোটে শান্তর বাদ পড়া দুইটাই যেনো এক সুতোয় গাঁথা।
লিটন দলের সঙ্গে যুক্ত হওয়ায় ব্যাট হাতে ওপেনিংয়ে দেখা যাবে এটা নিশ্চিত। সাথে থাকবেন নাঈম শেখ। যদিও এ ওপেনার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এরপরেও কোচের আস্তা থাকবে এটা নিশ্চিত। তিনে নামতে পারেন তাওহীদ হৃদয়। আগের দুই ম্যাচের স্বপ্ন যেনো আজ পাকিস্তানের বিপক্ষে ভুলে যেতে চাইবেন এ হৃদয়। বাংলাদেশ দলের ব্যাটিং নির্ভরতার প্রতীক সাকিব-মুশফিক থাকবেন চার-পাঁচে। আফগানদের বিপক্ষে ওপেন করা মিরাজকে দেখা যেতে পারে ৬ নম্বরে। এরপর যথারীতি শামীম-আফিফ থাকবেন ৭ ও ৮ নম্বরে।দলকে বল হাতে নেতৃত্ব দেওয়া তাসকিন থাকবেন পেস ইউনিটে বড় ভরসার নাম। আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ পারফর্মেন্স করা হাসান ও শরিফুল একাদশে থাকবেন এটা প্রায় সু-নিশ্চিত।
























