আশিকুর রহমান,নাটোর প্রতিনিধি:
বিএনপির স্পেশাল এসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপার্সন ফরেন এ্যাফেয়ার্স এ্যাডভাইজার কমিটি,মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, বাংলাদেশের কোথাও সংখ্যালঘু বলে কেউ নেই। সবাই দেশের নাগরিক, প্রত্যেকে বাংলাদেশী। প্রত্যেকের ভোট প্রদানের ক্ষমতা আছে। এরাই বাংলাদেশের প্রকৃত মালিক।
শনিবার (১০ আগস্ট) দুপুরে নাটোরের বাগাতিপাড়ায় গালিমপুর দূর্গা মন্দির পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, কোনো হিন্দু,বৌদ্ধ বা মুসলমান না। একে অপরের ভাই হিসেবে পাশে থাকতে হবে। এই মুহূর্তে আমাদের দায়িত্ব একে অপরের পাশে থাকা।
দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে উল্লেখ করে তিনি বলেন , আগামীতে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আমরা প্রত্যেকের আইনের অধিকার প্রতিষ্ঠা করব। দেশের প্রত্যেক নাগরিকের সঠিক বিচার প্রাপ্তি নিশ্চিত করব।
দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ,বাড়িঘর ও মন্দিরে হামলা হলেও বাগাতিপাড়ায় এধরনের ঘটনা না ঘটায় ব্যারিস্টার ফারজানা শারমিন দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। সেইসাথে ভবিষ্যতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
এতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, লালপুর উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ ইয়াসির আরশাদ রাজন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব হাফিজুর রহমান, নাটোর জেলা পূজা উৎযাপন পরিষদের সহ-সভাপতি সুকুমার মূখার্জী,বাগাতিপাড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি দীপক কুমার কুন্ডুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
























