যশোর প্রতিনিধি :
যশোর জেলা পেশাজীবী থানার উদ্যোগে কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় শহরের প্রাচ্য সংঘ ওবায়দুলবারী অডিটরিয়ামে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। তিনি বলেন, আগামী নির্বাচন আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। কর্মী ও সহযোগীদের ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে সত্য, সততা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে কাজ করতে হবে। জনগণের পাশে থেকে তাদের দুঃখ-কষ্ট ভাগাভাগি করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমাদের সংগ্রাম—এ সংগ্রামে কোনোরূপ শৈথিল্যের সুযোগ নেই।তিনি আরও বলেন, জনগণের সমর্থন ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। তাই প্রতিটি নেতা-কর্মীকে ভোটারদের সাথে নিবিড় যোগাযোগ গড়ে তুলতে হবে এবং ইসলামী আন্দোলনের মূল উদ্দেশ্য জনগণের কাছে তুলে ধরতে হবে।
বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন, জেলা তারবিয়াত সেক্রেটারি আহসান হাবিব, জেলা অফিস সেক্রেটারি গাউসুল আজম, মশিউর রহমান এবং রিজাউল ইসলাম প্রমুখ।























