সোনারগাঁ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিক্ষার্থীদের মধ্যে ফলজ চারা গাছ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে প্রতাপের চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এ চারা গাছ বিতরণ করা হয়। বিসমিল্লাহ্ এনএম জুলফিকার ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন।
বিসমিল্লাহ্ এনএম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাদিরা আক্তার নীরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ট্যুারিস্ট পুলিশের সোনারগাঁ অঞ্চলের অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, সমাজ সেবক মো. হান্নান বেপারী, আশরাফুল ইসলাম আশরাফ, প্রতাপের চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছানাউল্লাহ. বিসমিল্লাহ্ এনএম জুলফিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. মোক্তার হোসেন, সাংবাদিক আল আমিন তুষার, সোনারগাঁ ফাইটার্স ক্লাবের সভাপতি মঈন আল হোসাইন প্রমুখ।
পরে তিন শতাধিক শিক্ষার্থীদের মধ্যে ফলজ চারা গাছ বিতরণ করা হয়।























