সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা কলেজের শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত শিক্ষার্থীদের ওপর দুষ্কৃতিকারীদের বর্বরোচিত হামলা এবং টিচার্স লাউঞ্জ ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করা হয়েছে।
মঙ্গলবার সোনারগাঁও সরকারি কলেজে দিনব্যাপী এ কর্মবিরতি পালন করা হয়।
সকাল থেকেই বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, সোনারগাঁও সরকারি কলেজ ইউনিটের ব্যানারে শিক্ষকরা ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থেকে কর্মবিরতিতে অংশ নেন। বেলা ১২টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন: সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবু সাইদ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক বদিউজ্জামান, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাহফুজুল ইসলাম হায়দার, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মনির হোসেন, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন, গার্হস্থ্য অর্থনীতি বিভাগের সভাপতি খন্দকার দিল আফরোজ, ইংরেজি বিভাগের প্রভাষক আইনুল হাকিম, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক নিলুফা ইয়াসমিন, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক এলিজা আক্তার, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক নীগার আক্তার, প্রদর্শক মোঃ শামছুল হক
এছাড়াও অন্যান্য বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, দেশের অন্যতম প্রধান বিদ্যাপীঠে শিক্ষকদের ওপর হামলা শুধু ন্যক্কারজনকই নয়, এটি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার ওপরও সরাসরি আঘাত। তারা অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় এই আন্দোলন আরও তীব্র ও বিস্তৃত আকারে গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় সোমবার (১৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার (১৪ অক্টোবর) এর সকল পরীক্ষা স্থগিত করে। ফলে আজ সারা দেশের কোনো সরকারি বা বেসরকারি কলেজেই নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।





















